Friday, April 4, 2014

পে'জা দিয়ে কিভাবে টাকা তুলবেন

অনলাইনে কয়েকটি জনপ্রিয় টাকা তুলার উপাযের মাঝে পে'জা ও একটি। পে'জা (২২/০২/২০১২ থেকে) ২৪০ টকিা ফি দিয়ে আপনার লোকাল ব্যাংক থেকে টাকা উঠাতে পারবেন। টাকা উঠাতে সাধারণত ৪-৫ দিন সময় লাগে।

পে'জায় কিভাবে এ্যাকাউন্ট ওপেন করবেন ?

সাইন আপ বাটনে কিল্ক করুন এবং পারসোনাল প্র অপশন সিলেক্ট করুন

সঠিকভাবে ফর্মটি পূরণ করুন এবং রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। 


রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর আপনার একাউন্টে একটি ইমেইল যাবে পেজা থেকে যা কিনা আপনার ইমেইল এড্রেস ভ্যালিড কিনা তার প্রমান করার জন্য। 

তারপর, আপনি আপনার একাউন্টে গিয়ে আকাউন্ট ভ্যালিড লিংক এ কিল্ক করুন।

এরপর, আপনাকে একাউন্ট ভেরিফাই করতে হবে। একাউন্ট ভেরিফাই  করার জন্য অবশ্যয় Passport, Driving Licence অথবা Natoinal ID card এবং Bank Statement (ছয় মাস ভ্যালিড) থাকতে হবে।

এখন আপনার একাউন্টে গিয়ে ভেরিফিকেশন অপশনে গিয়ে উপূরুক্ত আইডি ও ব্যাংক স্টেটমেন্ট স্ক্যান ( স্ক্যান কপিটি অবশ্যয় স্পষ্ট হতে হবে) করে ভেরিফিকেশনের জন্য পাঠিয়ে দিন।

আশা করি ২-৩ দিনের মধ্যে আপনার একাউন্ট গ্রহনযোগ্য হলে, পেজা একাউন্ট ভেরিফাই করে দিবে

আর তা না হলে আপনাকে জানিয়ে দিবে আপনার একাউন্ট গ্রহন করা হইনি।

এ্যাকাউন্ট ভেরিফাই কিভাবে করবেন

কিভাবে আপনার ব্যাংক এ্যাকাউন্ট যোগ করবেন
পে'জা থেকে পে'জায় টাকা ট্রান্সফার:
পে'জা থেকে আমি যেভাবে ডাচ -বাংলা ব্যাংকে টাকা উঠায়:


No comments:

Post a Comment